সভাপতি
আলহাজ খায়রুল বশর মজুমদার, চেয়ারম্যান, জেলা পরিষদ, ফেণী।
সভাপতি
আমাদের লক্ষ্য শুধূ পূথিগত বিদ্যা নয়, বরং ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি আধূনিক বিজ্ঞান-ভিত্তিক শিক্ষা প্রসারের মাধ্যমে অগ্রসরমান মানুষ তৈরী । এখানে শুধু ধনীর নয়, গরিবের সন্তানেরাও শিক্ষালাভের সমান সুযোগ যেন পায়, সেই ব্যবস্থা সব সময় থাকবে। আর মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে আছে এবং থাকবে নানা রকম সুযোগ-সুবিধা।সবার সহযোগিতায় এগিয়ে যাবে ডক্টর মালিকা কলেজ, ধূমপানমুক্ত, অরাজনৈতিক,অসাম্প্রদায়িক, সহশিক্ষার পরিবেশে মানুষ তৈরীর মহান কর্মের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে।